কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলর গ্রেফতার


ই-র্বাতা প্রকাশিত: ২১শে এপ্রিল ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:৩৭ রাজনীতি

নাশকতা সহ প্রায় একডজনের বেশি মামলার আসামি সদ্য নির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশন এর কাউন্সিলর একরামুল হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুস সালাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নগরীর ঠাকুপাড়া এলাকা থেকে একরাম হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।
একরাম গত ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের (বিএনপি- ছাত্রশিবির জোট) ক্রিড়া সম্পাদক ছিলেন। বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

ওসি সালাম বলেন, “নির্বাচনের পর সদর দক্ষিণ উপজেলার মাইনুল হক নামে এক ব্যক্তিকে ‘অপহরণ’ করেন একরাম। পরে একরাম ওই ব্যক্তিকে দিয়ে জোর করে সাদা স্ট্যাম্প পেপার ও চেক বইয়ে স্বাক্ষর করান।”

এ ঘটনায় মাইনুলের পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন বলে জানান তিনি।

তার বিরুদ্ধে কুমিল্লা সদর কোর্টে সন্ত্রাস বিরোধী, অস্ত্র-বিস্ফোরক, ও নারী-শিশু নির্যাতন দমনসহ ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ