বিশাল সামরিক মহড়া চালাচ্ছে উত্তর কোরিয়া


ই-র্বাতা প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০১৭, বুধবার  | দুপুর ০১:০৫ এশিয়া

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলবর্তী ‘ওনস্যান’ অঞ্চলে বিপুল পরিমাণ দূরপাল্লার আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কাজ করেছে পিয়ংইয়ং।

এছাড়া উত্তর কোরিয়া বিশাল এলাকা জুড়ে গোলা-গুলি ব্যবহার করে সামরিক মহড়া চালাচ্ছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। আমেরিকাকে নিজের সামরিক প্রস্তুতি দেখানোর উদ্দেশ্যেই এ মহড়া চালানো হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

দেশটির প্রধান শত্রু আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ উপলক্ষে আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।
দেশটি এ পর্যন্ত পাঁচটি নিশ্চিত পরমাণু অস্ত্র এবং অসংখ্য
ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা বা দক্ষিণ কোরিয়া দেশটিকে আক্রমণ করলে এটি পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানবে।

উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলিও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মহড়া চালানোর খবর দিয়ে বলেছে, এ মহড়ায় সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নকল পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এ মহড়ার মাধ্যমে পিয়ংইয়ং-এর ‘আক্রমণ ক্ষমতা’ প্রদর্শিত হয়েছে বলে গর্বভরে দাবি করেছে এসব গণমাধ্যম।

উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো বলেছে, মার্কিন সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখানো এবং ব্ল্যাকমেইল করার ইতিহাসের সমাপ্তি টানার প্রস্তুতি নিয়েছে পিয়ংইয়ং।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ