টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫


ই-বার্তা প্রকাশিত: ৩রা মে ২০১৭, বুধবার  | দুপুর ১২:৩৩ ময়মনসিংহ

ই-বার্তা প্রতিনিধি।। টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ২৫ জন বাসযাত্রী।

মঙ্গলবার রাত ১০ টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি যাওয়ার সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে বাসটি মহাসড়কের পাশের খাদে ১৫/২০ ফুট নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলেই দুই জন মহিলাসহ ৭ যাত্রী মারা যায়। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন বাসযাত্রী।

নিহতরা হলো টাঙ্গাইলের গোপালপুরের মাকুল্লা গ্রামের আছমা (৩০), সাজানপুর গ্রামের চন্দন (৩২), আজগড়া গ্রামের আরিফ (২২), ধনবাড়ির উপজেলার দিঘপাইতের রহিম (৫০), জামালপুর সদরের মনিরুজ্জামান সবুজ (৩৫) ও সরিষাবাড়ির উপজেলার মোতাহের হোসেন (২৭) ও ঢাকার নাখালপাড়ার শান্তা (২৫)।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঘাটাইল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ হতে স্থানীয় ইউএনও নিহতদের দাফনের জন্য প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ এর আরও সংবাদ