বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ই-বার্তা  ।।  মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ।

ঢাকা মহানগর উত্তর এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান হৃদয় সহ ছাত্রলীগের অনন্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। 

সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণের সময় ছাত্রলীগের নেতা- কর্মীরা স্লোগানে স্লোগানে ধানমন্ডির ৩২নম্বর মুখরিত করে রাখে।ফুলেল শ্রদ্ধা অর্পণের পর নেতা কর্মীরা কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এর আগে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার সকালে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।  মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ৩২ নাম্বারে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।  পরে সকাল আটটায় দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ই-বার্তা/ জাহিন হাসান