পাকিস্তানের ড্রোন ভূপাতিত করেছে ভারত!

ই-বার্তা ডেস্ক।।  ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভবনা যখন প্রশমিত হওয়ার দিকে ঠিক তখনই  ভারতের রাজস্থানে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত।  সোমবার ভারতীয় রাডারে গোয়েন্দা ড্রোনটির উপস্থিতি ধরা পড়লে তা ভূপাতিত করা হয়। 

বিমানবাহিনীর এই দাবি সত্য হলে চলতি সপ্তাহে এটি হবে দ্বিতীয় ড্রোন ভূপাতিতের ঘটনা।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজস্থানের বিকানেরে বিমানবাহিনীর সুখোই-৩০এমকেআই ওই ড্রোনটি ভূপাতিত করে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি গুজরাটে ইসরায়েলি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আরেকটি ড্রোন ভূপাতিত করারও দাবি করেছিল ভারত।  ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জের ধরে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন প্রশমিত হওয়ার পথে, তখনই ড্রোন ভূপাতিত করার দাবি করল দিল্লি।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু