লন্ডনের সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

ই-বার্তা  ।।  ৫ নভেম্বর  লন্ডন শহরের হোয়াইট চ্যাপল এর সিডনি স্ট্রিটে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক  লেখক ভট্টাচার্য এবং  সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয় ।

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে এবং প্রবাসীদের শ্রদ্ধা নিবেদনের জন্য লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে।  ছাত্রলীগের সাবেক নেতা এবং লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান সাদেকের উদ্যোগে এবং অর্থায়নে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে।  বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনে এখন সেখানে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। বিশেষ করে মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবসের দিন এই ভাস্কর্যে  মানুষের ঢল নামে।

উল্লেখ্য, গত ৩১ অক্টবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় , সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহিদী হাসান,  সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে স্কটল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেন। স্কটল্যান্ডে বিশ্ব জলবায়ু সম্মেলন শেষে ৩ নভেম্বর (বুধবার) স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট যোগে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে পৌঁছায়।  ঐ দিন লন্ডনে পৌঁছার পর ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ।   প্রধানমন্ত্রী সেখানে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ লন্ডনে বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের নাগরিক সংবর্ধনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।

আগামী  ৯ নভেম্বর সকালে লন্ডন থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।  শেখ হাসিনা ওই দিন এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে ফ্রান্সের সরকারি বাসভবন ম্যাটিগননে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দফতরে ‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একই স্থানে ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানেও যোগ দেবেন।

শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন।