বড় ধরনের ঝড় বৃষ্টির আশংকা


ই-বার্তা প্রকাশিত: ১৯শে জুলাই ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৩২ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। বঙ্গোপসাগরের উত্তর দিকে সৃষ্ট নিম্নচাপটি পুরীর নিকট দিয়ে ভারতের উড়িষ্যা উপকুল অতিক্রম করে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ৩টায় আবহাওয়ার ৩নং বিশেষ বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এর ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ