বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসি


ই-বার্তা প্রকাশিত: ২৬শে জুলাই ২০১৭, বুধবার  | দুপুর ০১:১৬ অপরাধ

ই-বার্তা ।। হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় ৮ আসামির মধ্যে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বুধবার ১১ টা ৩৫ মিনিটে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানান, ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রুবেল মিয়া, উস্তার মিয়া ও হাবিবুর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া জুয়েল মিয়া ও শাহেদ মিয়ার বিরুদ্ধে ২০১ ধারায় গুমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল ও বিল্লাল নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

গত বছরের ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু নিখোঁজ হয়।

নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের জমি থেকে মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পরে ১৬ ফেব্রুয়ারি নিহত মনিরের পিতা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করেন। ৪ এপ্রিল আবদুল আলী, তার ছেলে রুবেল, জুয়েলসহ ৯ আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ। এর মাঝে আসামি বাচ্চু মিয়া পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। পরে চলতি বছর ১৫ মার্চ সিলেটে বিচার কাজ শুরু হলে ৫৭ সাক্ষীর মধ্যে ৫২ জন আদালতে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ