কাতার ও তুর্কি বাহিনীর যৌথ সামরিক মহড়া


ই-বার্তা প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:০৩ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকটের মধ্যেই দেশটিতে সামরিক মহড়ায় অংশ নিয়েছে তুর্কি বাহিনী। কাতারের গণমাধ্যমে জানানো হয়, গতকাল সোমবার যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নিয়েছে কাতার এবং তুরস্কের সেনারা।

সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনেই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। আর আরব জোটের এ অবরোধের পরপরই কাতারের পাশে দাঁড়ায় তুরস্ক।

কাতারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, কৌশলগত এবং অবকাঠামোগত উন্নয়নেই কাতারের সেনাবাহিনীকে


সহায়তা করতেই ওই সামরিক মহড়ায় অংশ নিয়েছেন দুই দেশের সেনারা।

এর আগে গত জুনের ৭ তারিখে কাতারের একটি সেনাঘাঁটিতে কয়েকশ সেনা মোতায়েনের বিষয়ে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। এর পরেই দেশটিতে সেনা মোতায়েন করে তুরস্ক।

তুরস্ক বলছে তারা কাতারে ৩ হাজার সেনা পাঠাবে। এই বিপুল সংখ্যক সেনা কাতারে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে এবং কাতারের সঙ্গে সন্ত্রাসবিরোধী পরিকল্পনায় অংশ নেবে।

সৌদি, আরব আমিরাত, বাহরাইন এবং মিসর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ