ভিটামিন বি3 কমিয়ে দেয় গর্ভপাতের ঝুঁকি


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:২৮ লাইফ

ই-বার্তা ।। আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় এত মূল্যবান সম্পদ হারিয়ে ফেলি, যেখানে পরে আমাদের আফসোস করা ছাড়া আর উপায় থাকেনা । স্ট্রেস, ক্লান্তি ও আধুনিক লাইফস্টাইলের কারণে অবাঞ্ছিত গর্ভপাতের সংখ্যা বেড়ে চলেছে বিশ্বজুড়ে। অনিয়মিত খাদ্যাভ্যাস, কাজের চাপ সব মিলিয়ে হবু মা তার যত্ন নেওয়ার সময় সুযোগ কোনটাই পাননা । বহু দিন ধরেই মিসক্যারেজ রোখার উপায় বের করার চেষ্টা চালাচ্ছিলেন গবেষকরা। নতুন এক গবেষণার পর সিডনির গবেষকদের একটি দল জানাচ্ছেন, গর্ভাবস্থায় ভিটামিন সাপ্লিমেন্ট মিসক্যারেজেক ঝুঁকি কমিয়ে দিতে পারে।

ভিক্টর চ্যাং কার্ডিয়াক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের মতে, ভিটামিন বি3 বা নিয়াসিনের অভাবে গর্ভে ভ্রুণের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। প্রেগন্যান্সিতে এই ভিটামিন3 সাপ্লিমেন্ট মিসক্যারেজের সম্ভাবনা রুখতে পারে। এই গবেষণার মুখ্য গবেষক স্যালি ডানউডি বলেন, ১২ বছর ধরে গবেষণার পর আমরা দেখেছি মূলত ভিটামিনের অভাবেই অবাঞ্ছিত গর্ভপাতের ঘটনা ঘটে। নিয়মিত সাধারণ নিয়াসিনের মতো ভিটামিন সাপ্লিমেন্ট খেলে তা শুধু মিসক্যারেজই নয়, শিশুর জন্মগত ত্রুটি রুখতেও সাহায্য করে।

নিউ ইংলান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষনার রিপোর্ট প্রকাশিত হয়েছে ।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ