ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা খেলেন বাগেরহাটের ‘পাখিবাবা’


ই-বার্তা প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ০২:২৪ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। বাগেরহাট সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ‘পাখিবাবা’ নামে পরিচিত দুই প্রতারক ভাইকে দণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে হাতে-নাতে ধরা খেয়েছেন মো. মাকসুদুর রহমান পাইক ও মাহমুদ হাসান পাইক নামের এই দুই ভণ্ড চিকিৎসক। তাদের দুইজনকে এক মাস করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
‘পাখিবাবা’ সম্পর্কে অভিযোগ পেয়ে গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন হাড় ভাঙা রোগী সেজে নিজে চিকিৎসা নিতে যান ‘পাখিবাবার’ আস্তানায়।
পাখির হাড় দিয়ে সর্বরোগ সারানোর নাম করে পাখির যে হাড় দিয়ে তাঁরা চিকিৎসা করতেন, সেটি ৪০০ বছরের পুরোনো বলে তাঁদের দাবি। তেলে ডুবিয়ে রাখা সেই হাড় এবং ঐ তেল শরীরে লাগালেই রোগী ভালো হয়ে যায় বলে প্রতারণা করছিলেন তাঁরা। এরপর পুলিশের সহায়তায় দুই ভাইকে আটক করেন নাজিম উদ্দিন এবং দণ্ডাদেশ দেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ