এই গ্রহের সবচেয়ে দামি ফুটবলার মেসি


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০০ ফুটবল

ই-বার্তা ।। প্যারিস সেইন্ট জার্মেই বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করে নেইমারকে বার্সেলোনা থেকে ফ্রান্সে নিয়ে যায়। বার্সা কর্তৃপক্ষ মেসির সঙ্গে চুক্তি নিয়েও কম জল ঘোলা করেনি। শৈশবের ক্লাব ছাড়ার গুঞ্জন অনেকবারই উঠেছে মেসির নামে।

নেইমারের পেছনে এতো টাকা ঢালার পর বিষয়টি সমনে আসে যে, টাকা থাকলে যে কোন ফুটবলারকে দলে ভেড়ানো সম্ভব। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন ৩০০ মিলিয়ন ইউরো হলে মেসিকেও কেনা সম্ভব। তবে ম্যানচেস্টার সিটি ক্লপের দামটাকেও ছাপিয়ে গেল।

আসছে জানুয়ারির দলবদলে মেসির জন্য ৩৫৭ মিলিয়ন পাউন্ড (প্রায় চার হাজার কোটি টাকা) নিয়ে দেনদরবার করবে তারই সাবেক কোচ পেপ গার্দিওলা। মেসি চাইলে টাকার অঙ্কটা আরো বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা সান’ এর প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

মেসিকে অনেকবারই ইতিহাদে আনতে চেয়েছে সিটিজেনরা। তবে বার্সেলোনাকে আলোচনার টেবিলে আনতে পারেনি। এবার টাকার বস্তা নিয়ে মাঠে নামছে সিটি। প্রায় চার হাজার কোটি টাকা নিয়ে আলোচনা শুরু করবে দলটি।

মেসি যদি ম্যান সিটিতে চলে আসেন তবে তিনিই হবেন এই গ্রহের সবচেয়ে দামি ফুটবলার। সে হিসেবে মেসির দাম হবে নেইমারের দামের প্রায় দ্বিগুণ।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ