ইরানের সাথে পারমানবিক চুক্তির সমর্থন বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের


ই-বার্তা প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৩৭ আমেরিকা

ই-বার্তা ।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সমর্থন প্রত্যাহার করার করা কথা ভাবছেন। তিনি চুক্তি প্রত্যাহার করে একই সঙ্গে বিরোধীপূর্ণ কৌশল অরোপের পথে হাঁটছেন।

শুক্রবার জানা যায় যে, চুক্তি প্রত্যাহারের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের উপর পুনঃ নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেস ৬০ দিন সময় দেবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইউরোপ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন। চুক্তিটি বাতিল না করার জন্য দেশের মানুষের চাপে রয়েছেন ট্রাম্প।

ইরানের উপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ২০১৫ সালের চুক্তি অধীনে দেশটির পারমাণবিক কার্যক্রম স্থগিত করার সম্মতি দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির দীর্ঘস্থায়ী সমালোচক প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনে তিনি তা প্রত্যাহার করার অঙ্গীকারও করেন।

চলতি মাসের শুরুতে সিনেট শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটটিস বলেছিলেন, চুক্তিতে জাতীয় স্বার্থ ছিল না।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ