গোলশূন্য ড্র লিভারপুল ও ইউনাইটেডের


ই-বার্তা প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৭, শনিবার  | রাত ০৮:০৩ ফুটবল

ই-বার্তা ।। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা দুই দলের লড়াই। একদিকে দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে স্বাগতিক লিভারপুল। তবে হাইভোল্টেজ ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। লিভারপুল ও ইউনাইটেড গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে।

লিভারপুল অ্যানফিল্ডে শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তবে সফরকারী দলের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুর্দান্ত নৈপুণ্য এবং ফিনিশিংয়ে লিভারপুলের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা।

প্রিমিয়ার লিগে মৌসুমের সাত ম্যাচের ছয়টিতে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এমন ম্যাচে ড্রয়ের পর নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। অন্যদিকে আট ম্যাচ শেষে মাত্র তিন জয় পাওয়া লিভারপুল হতাশাজনক মৌসুমের অপেক্ষায় রয়েছে।

আট ম্যাচে ছয়টি জয় এবং দুটি ড্রয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রাতে দিনের অপর ম্যাচে ঘরের মাঠে স্টোক সিটিকে হারাতে পারলে কিংবা ড্র করলেই শীর্ষে ফিরবে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। ১৩ পয়েন্ট নিয়ে আপাতত ছয় নম্বরে থাকা লিভারপুল অষ্টম রাউন্ডের বাকি ম্যাচগুলো শেষে নয়ে নেমে যেতে পারে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ