জঙ্গিরা খ্রীষ্টান বা মুসলিম হয় নাঃ দালাই লামা


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:২১ এশিয়া

ই-বার্তা ।। জঙ্গিরা খ্রীষ্টান বা মুসলিম হয় না, তাদের কোনো জাত নেই। একবার তারা সন্ত্রাসে প্রবেশ করে গেলে আর তাদের কোনও ধর্মীয় পরিচয় থাকে না।

বুধবার ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে গিয়ে এ মন্তব্য করেন তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা।

প্রথমবারের মতো মণিপুরে তিনদিনের সফরে গিয়ে ৮২ বছরের দালাই লামা বলেন, যে মুহূর্তে কোনো মুসলিম বা খীষ্টান জঙ্গি হওয়ার পেশাকে বেছে নেয়, তখন থেকে তার আর কোনো ধর্ম থাকে না।

তিব্বতীয় এই ধর্মগুরুর সঙ্গে উত্তর–পূর্ব ভারতের জনজীবনের সম্পর্ক খুবই দৃঢ়। দালাই লামা মিয়ানমারে হওয়া মুসলিমদের ওপর অত্যাচারকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত একটি ঐতিহাসিক দেশ এবং এখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। তাই বিভিন্ন ধর্ম, সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন বিশ্বাসকে মেনে চলেন এবং তা সংরক্ষণ করে রাখেন। কিন্তু কোনও ধর্মীয় দলের অধিকার নেই মানুষের থেকে তার ধর্মকে কেড়ে নিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করা। এটা ভুল।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ