নতুন আইনে ভ্যাট প্রদানে ঝামেলা থাকবেনা: আনিসুল হক


ই-বার্তা প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৩৯ বাণিজ্য

ই-র্বাতা প্রতিবেদক।।
নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন হলে ব্যবসায়ীদের ভ্যাট প্রদানে ঝামেলা থাকবে না এবং উকিলের দ্বারস্থ হতে হবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে কাকরাইলে ‘মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘পুরোনে ভ্যাট আইনে ব্যবসায়ীদের আদালতে যেতে হতো। সেসব সমস্যা বিবেচনা করে দীর্ঘ পাঁচ বছর যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন ভ্যাট আইন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন কারণে ২৮ থেকে ৩০ লাখ মামলা ঝুলে আছে। সেখানে ভ্যাট আইন বাস্তবায়ন হলে এ সংক্রান্ত কোনো মামলা হবে না।

‘ব্যবসায়ীরা প্রসঙ্গে তিনি বলেন, সবাই এ আইন বাস্তবায়নে সাধুবাদ জানাচ্ছেন, এ থেকেই বোঝা যায় নতুন আইনের প্রয়োজনীয়তা।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যার নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ