অভিনেতা হুমায়ূন সাধু লাইফ সাপোর্টে
ই- বার্তা ডেস্ক।। অভিনেতা, নির্মাতা ও লেখক হুমায়ূন সাধুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করে।
রবিবার রাত ৩টার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। এর আগে ২৯শে সেপ্টেম্বর প্রথম ব্রেন স্ট্রোক করেন তিনি। দ্বিতীয় দফায় স্ট্রোকের আগে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। এই অভিনেতাকে মঙ্গলবার তাকে বিদেশে নেওয়ার কথা ছিল।
বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকী ও তার পরিবার।