আবরার হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায় শিবির-ছাত্রদলঃ তথ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল সক্রিয়। এদের থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি।
আজ রোববার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আবরার হত্যাকাণ্ডের মামলা হওয়ার আগেই সরকার আসামিদের আটক করেছে। এ পর্যন্ত ১৯ জন এ ঘটনায় গ্রেফতার হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি সরকার তড়িৎ গতিতে মেনে নিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।’
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এতেই প্রমাণিত হয় শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে আন্দোলন ভিন্নখাতে নিতে চায় একটি কুচক্রী মহল- বিশেষ করে বিএনপি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশ যদি কাজ করতে না পারে তাহলে তদন্ত ও চার্জশিট কীভাবে দ্রুত দেওয়া যাবে? ছাত্রদের সচেতন থাকতে হবে কেউ যেন তাদের পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পারে।’
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে বলেন, ‘পরিস্থিতি উত্তরণে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এটা বুয়েট কতৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু সার্বিকভাবে সারাদেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি হলো বিরাজনীতিকরণ। এতে অন্যরা সুবিধা পাবে।’