উত্তর কোরিয়া সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী
ই-বার্তা।। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়ে বলেছে, সফরকালে ল্যাভরভ পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আর্ন্তজাতিক অন্যান্য সমস্যা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
এর আগে গত মাসে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ব্যতিক্রমী বৈঠক করেন।
খবর এএফপি।