কমলগঞ্জে বজ্রপাতে একজন নিহত
ই-বার্তা ডেস্ক।। রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে রিফাত মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত একই এলাকার জসিম মিয়ার ছেলে। সে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আহতরা হলেন- একই এলাকার সবুজ মিয়া (১৯), ওয়াছির মিয়া (১১), ও কাওছার মিয়া (১২)।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা অবস্থায় বৃষ্টি শুরু হলে ব্রজপাতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। এসময় আহত ওই তিনজন।
ই-বার্তা/ মাহারুশ হাসান