কারাবন্দি সালমানকে দেখতে গেলেন বন্ধু প্রীতি জিনতা
ই-বার্তা ডেস্ক ।। হরিণ হত্যা মামলায় কারাবন্দি সালমান খানকে দেখতে গেলেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেত্রী প্রীতি জিনতা।শুক্রবার তার সঙ্গে দেখা করতে যোধপুর জেলে হাজির হন প্রীতি। এর আগে যোধপুর বিমানবন্দরে নামর সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন এ অভিনেত্রী।
শুধু প্রীতি নয় এ ঘটনায় সালমানের পাশে দাঁড়িয়েছে তার গোটা পরিবারসহ বলিউডের অনেকেই।
ভারতীয় গণমাধ্যমের খবর, এদিন বিমানবন্দর থেকে যোধপুর সেন্ট্রাল জেলে যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় মিডিয়ার নজর থেকে নিজেকে আড়াল করারই চেষ্টা করেন প্রীতি। মাথায় পরা বড় সাদা টুপিতে নিজের মুখ আড়াল করার চেষ্টা করেন তিনি।
‘হর দিল যো প্যায়ার করেগা’, ‘জানে মন’, ‘চোরি চোরি, চুপকে চুপকে’ সহ একাধিক ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন প্রীতি।
উল্লেখ্য, দুই দশক আগে ভারতের রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।একই মামলায় তার সহঅভিনেতা সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেয়েছেন।
এ মামলায় এখনও জামিন পাননি বলিউড সুপারস্টার। শুক্রবার রাজস্থানের যোধপুরের একটি আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু বিচারক আবেদন মঞ্জুর না করে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য শনিবার দিন ধার্য করেন। বর্তমানে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ‘কয়েদি নম্বার ১০৬’তে আছেন সালমান খান।
ই-বার্তা/ডেস্ক