কৃষক প্রকল্পের জন্য ৭০,০০০ কোটি রুপি
ই-বার্তা ডেস্ক।। ভারতে মোট ভোটারের বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষক। তাই ভোটের আগে কৃষকদের মন জয় করতে মরিয়া মোদি সরকার।
সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ভারত সরকার। কাজের অংশ হিসেবে আর্থিক সমস্যায় জর্জরিত কৃষকদের ভর্তুকি দেয়ার পাশাপাশি নগদ অর্থ হস্তান্তরের কথা ভাবছে মোদি সরকার। সারসহ সব কৃষি ভর্তুকি কৃষকদের কাছে পৌঁছে দিতে চায় বিজেপি।
এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৭০ হাজার কোটি রুপি ঘোষণা করতে যাচ্ছে সরকার। কেন্দ্রীয় সরকারের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সোমবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
গত বাজেটে কৃষি ভর্তুকি খাতে ৭০ হাজার ১০০ কোটি রুপি বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় সরকার।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু