কোন ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিক সরকারঃ প্রধানমন্ত্রী
ই-বার্তা ডেস্ক ।। দশম জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ব্যক্তি নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিক বাংলাদেশ সরকার। বুধবার (৬ জুন) জাতীয় সংসদের ২১তম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইট পৃথিবীর বহু দেশ অনেক আগে উৎক্ষেপণ করেছে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে কখনো চিন্তাই করেনি, যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে, আমরা এটা করেছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্বে যখনই কোনো নতুন প্রযুক্তি আসবে, সেটা নিয়ে যেন আমরা গবেষণা করতে পারি, ধারণ করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার উপযোগী হয় সেটাই আমরা করব। এখন স্যাটেলাইটের যুগ, স্যাটেলাইট আমরা পাঠিয়েছি। এখন দেখি বিশ্বে আবার নতুন আরেকটা কি যুগ আসে। আমরা সেদিকেও যাব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু একটা স্যাটেলাইটের আয়ুষ্কাল থাকে ১৫ বছর। এটা বানাতেও সময় লাগে। কোনো জিনিস ৫-৬ বছর ব্যবহার করার পর আয়ুষ্কাল ক্ষয় হয়। তাই কোনো সমস্যা যাতে সৃষ্টি না সেটা মাথায় রেখেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কাজ করার এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটার সময় শেষ হলে তৃতীয়টির কাজ শুরু হবে।
এভাবে পর্যায়ক্রমিকভাবে এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে এজন্য আমরা গবেষণা চালিয়ে যাব। এর মধ্যে আরও নতুন টেকনোলজি আসলে সেটার ওপর আমরা উদ্যোগ নেব।’