কোহলির সেঞ্চুরিতে বেঙ্গালুরুর শ্বান্তনার জয়
ই-বার্তা ডেস্ক।। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বিরাট কোহলির সেঞ্চুরিতে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে হারিয়েছে কোহলির দল।
কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। অধিনায়ক কোহলি ৫৮ বলে ১০০ রানের দারুন এক ইনিংস খেলেন। বিশ্বকাপের আগে তার এ সেঞ্চুরিটি ভারতীয় দলের জন্য ইতিবাচক হিসেবেই কাজে দেবে। এদিকে ইংলিশ ক্রিকেটার মঈন আলীর ব্যাটও রানের দেখা পেয়েছে। মাত্র ২৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মঈন।
২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক কলকাতা। তবে নিতিশ রানার ৪৬ বলে ৮৫ রানের অসাধারণ ইনিংসে জয়ের স্বপ্ন দেখে শাহরুখের দল। সেই স্বপ্নে জোর হাওয়া দিচ্ছিলো ফর্মে থাকা রাসেলের আগুনে ব্যাটিং। ২টি চার ও ৯টি ছক্কায় ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন রাসেল। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ধীর ব্যাটিংয়ের কারণে বিশাল রানের পাহাড় ঢিঙাতে পারেনি শাহরুখ খানের দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট কলকাতার ২০৩ রান থামে কলকাতার ইনিংস।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু