চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবরোধ, শাটল ট্রেন চলাচল বন্ধ
ই- বার্তা ডেস্ক।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের একাংশ।
গত রাতে চবি ছাত্রলীগের চার পক্ষের মারামারির পর দুই পক্ষের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সিএফসি গ্রুপের ১২ জন ও বিজয়ের ৮ নেতাকর্মী রয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতাকর্মীরা নগরীর ষোলশহর স্টেশনে অবস্থান নিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতা ও চবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আমাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয়া হয়েছে।
অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচলকারী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।