জনপ্রিয়তায় অক্ষয়কে ছাড়িয়ে যাবে কারিনা পুত্র!
ই-বার্তা।। জনপ্রিয়তায় বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকেও ছাড়িয়ে যাবেন নায়িকা কারিনা কাপুরের সন্তান তৈমুর আলি খান।ছেলেকে নিয়ে অক্ষয়কে সরাসরি এ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এ বলিউড সুন্দরী।
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ছোট্ট শিশু তৈমুর আলি খান। ফেসবুক ও টুইটারে তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা অসংখ্য। তাই ছেলেকে হিরো মনে করেন কারিনা।
সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনা কাপুর অক্ষয় কুমারকে বলেন, ‘যত দিন যাচ্ছে তৈমুর তোমার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। অন্তত তোমার ফ্যান-ফলোয়ার যা রয়েছে তা তৈমুর ছাড়িয়ে যাবে। এটি ওপেন চ্যালেঞ্জ।’
তবে এ ব্যাপারে অক্ষয় কুমারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভক্তদের মতে, এটি শ্রেফ মজার ছলেই বলেছেন কারিনা কাপুর।
এদিকে ছেলের জনপ্রিয়তা নিয়ে কারিনার নতুন বক্তব্য বলিউড ও সংবাদমাধ্যমেও বেশ আলোচিত হচ্ছে। কারণ কয়েক দিন আগে ছোট্ট বয়সে তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কারিনা নিজেই।
তিনি বলেছিলেন, ‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতোই বড় হোক। ওর এ সুযোগটা পাওয়া উচিত।’
এ ছাড়া কারিনা বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেছিলেন যে, তৈমুরকে নিয়ে মিডিয়ায় এত খবর তার একেবারেই পছন্দ নয়।