ডাকসু নির্বাচনের কেন্দ্রে সিসিটিভি থাকবেঃ আছাদুজ্জামান মিয়া

ই-বার্তা ডেস্ক।।  দীর্ঘ ২৮ বছর পর এবার অনুষ্ঠিত আগামী সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।  নির্বাচনের কেন্দ্র হলে করায় প্রশ্ন উঠেছে সুষ্ঠ ভোট গ্রহণ নিয়ে।  

নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগ কোন অভিযোগ না দিলেও বিরোধীরা বেশ কয়েক দফা আন্দোলন করেছে। নির্বাচন সুষ্ঠ করতে প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।  শনিবার সকালে ডিএমপি কশিনার এসব কথা বলেন।  

এদিকে নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।  ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে চেকপোস্ট থাকবে।  আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু