ডি মারিয়ার জোড়া গোলে সেমিতে পিএসজি
ই-বার্তা ডেস্ক।। আঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে ডি মারিয়ার জোড়া গোলের পাশাপাশি তমা মুনিয়ে করেন এক গোল।
নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ইউলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে চিপ শটে দিজোঁর গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচের ২৮তম মিনিটে তার এবং দলের দ্বিতীয় গোল করেন মারিয়া। মৌসুমে এটি তার নবম গোল।
ডি-বক্সে একজনকে কাটিয়ে ডিফেন্ডার মুনিয়েকে বল দেন মোটিং। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান এই ডিফেন্ডার। ফলে ম্যাচের ৭৬তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
চোটের কারণে কাভানি ও নেইমার অনেক দিন ধরে দলের বাইরে আছেন। আর এদিন আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান টমাস টুখেল। ফলে আক্রমণভাগের দায়িত্ব পরে ডি মারিয়ার উপর। আর সে দায়িত্ব ভালো ভাবেই পালন করেন তিনি।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু