ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করল ব্রাজিল
ই-বার্তা ডেস্ক।। দক্ষিন আমেরিকা অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ড্র দিয়ে শুরু করলো হট ফেভারিট ব্রাজিল। গতকাল রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা কলম্বিয়ার সালে ০-০ গোলে ড্র করেছে।
টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে আছে ব্রাজিল। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমে কলম্বিয়ার বিপক্ষে গোল শুন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। গ্রুপে ব্রাজিলের এটি প্রথম ম্যাচ হলেও দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ছিল কলম্বিয়া।
অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে হেরেছে চিলি। ভেনিজুয়েলার কাছে ২-১ গোলে হেরেছে তারা। দুই ম্যাচেই জয়ে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভেনিজুয়েলা।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু