‘তরুণেরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে’
ই-বার্তা ডেস্ক।। ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি’ প্রকল্প ও ইয়াং বাংলার ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ: চ্যাপটার ওয়ান’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানে পলক বলেন , ‘তরুণেরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে। আমরা তাদের হাতে এক দিনের খাবার তুলে দিতে চাই না। সারা জীবনের খাবার তুলে দিতে চাই। সেভাবে কাজ করতে চাইছি।’
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল নাগাদ এক হাজারের বেশি স্টার্টআপ চালু হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান শীক্ষার্থীরা অধিকাংশ সময় তা বাস্তবায়ন করতে পারে না। সে কারণেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ আয়োজন করা হচ্ছে।
আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক বলেন, যেসব স্টার্টআপ মূল্যায়ন করা যাবে, সেগুলোর জন্য কোটি টাকা ‘সিড মানি’ হিসেবে বিনিয়োগ করতে প্রস্তুত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু