তাবিথের ওপর হামলাকে নিজেদের মধ্যে সংঘর্ষ বললেন আতিক
ই- বার্তা ডেস্ক।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলাকে নিজেদের সংঘর্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন। তিনি বলেছেন, এটি হামলা নয়, বিএনপির নিজেদের ভেতরকার সংঘর্ষ। তারা নিজেরাই সংঘর্ষ বাধাতে পারেন। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা করা হয়। এতে তাবিথসহ কয়েকজন আহত হন।
তাবিথ আউয়াল হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। এ বিষয়ে আতিকুল ইসলামের ভাষ্য, ‘হামলার বিষয়ে এখনও শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সবসময় উন্নয়নের কথা বলে আসছি। এখনও বলব, আমরা চাই উন্নয়ন। আর ওরা শুধু অভিযোগ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, মহানগর উত্তর যুবলীগের সাবিনা আক্তার, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, বাড্ডা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ–সমর্থিত ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ–সমর্থিত সংরক্ষিত ওয়ার্ড ১৪ (সাধারণ ওয়ার্ড ৩৭, ৪১, ৪২) এর প্রার্থী কামরুন নাহার প্রমুখ।