তুরস্কের ঐতিহাসিক শহর আনাতোলিয়ায় ১৪০টি দেশের পর্যটকদের আকর্ষণ করছে
ই-বার্তা ডেস্ক।। তুরস্কের ঐতিহাসিক শহর আনাতোলিয়ায় ১৪০টি দেশের পর্যটকদের আকর্ষণ করছে। চলতি বছরে ২৫ শতাংশ পর্যটক বেড়েছে শহরটিতে।
পর্যটকদের মধ্যে সবমিলিয়ে ২৬.৫ শতাংশ হচ্ছে জার্মানির নাগরিক। আর রুশ নাগরিকদের আগমন ৭৪ শতাংশ বেড়েছে। এ সময়ে এক লাখ ৩৬ হাজার ৬৮৯ রুশ পর্যটক আনাতোলিয়া ভ্রমণে আসেন।
উল্লেখ্য, সৈকতে ভ্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ পর্যটকরা। দেশটি থেকে ৬.৪৪ শতাংশ নাগরিক আনাতোলিয়া ভ্রমণে এসেছিলেন। গত তিন মাসের তাদের সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৯১জন। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫৮ শতাংশ বেশি।
ই-বার্তা/ মাহারুশ হাসান