দরিদ্রদের ঘর নির্মান করে দিবে সরকার

ই-বার্তা ডেস্ক।।  এবার দরিদ্র জনগোষ্ঠীকে ঘর নির্মান করে দেওয়ার ঘোষনা দিয়েছে  সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, যাদের জায়গা আছে, কিন্তু বাড়ি করার সামর্থ্য নেই, কুঁড়েঘর ও বাঁশের ঘর নির্মাণ করে বসবাস করছেন এবং বন্যায় যাদের বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে সেসব দরিদ্র জনগোষ্ঠীকে সরকার নিজের অর্থায়নে ঘর নির্মাণ করে দেবে। এজন্য সরকার ৩১৬ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল এদেশে কেউ গৃহহীন থাকবে না। এরই পরিপ্রেক্ষিতে সরকার এ বছর ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে সারাদেশের ৬৪ জেলায় ৫০০ করে ঘর নির্মাণ করে দেবে এবং পরবর্তীতে আরো ৩২ হাজার ঘর নির্মাণ করে দেবে।

ই-বার্তা/মাহারুশ হাসান