দিনাজপুরে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
ই-বার্তা ডেস্ক।। দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় মিশামনি নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মিসা মনি উপজেলার ভরলা গ্রামের আহসান হাবিব লিটনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে রেললাইনের ধারে খেলা করছিল কয়েকজন শিশু। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় মিশামনি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
পরে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা মোশতাক আলম জানান, খেলার সময় ট্রেনের ধাক্কায় মিশামনির মৃত্যু হয়েছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ট্রেনের ধাক্কায় ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।