দীর্ঘদিন পর টুইট করলেন ইরফান খান
ই-বার্তা।। অবশেষে আবারো প্রকাশ্যে এলেন ইরফান খান। অসুস্থ হওয়ার পর অনেকটা আড়ালেই তিনি। নতুন মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘কারণ’-এর প্রমোশনের জন্য টুইট করেন ইরফান। এছাড়াও নিজের বর্তমান পরিস্থিতি জানাতে তিনি টুইটারে সরব হন।
তিনি লেখেন, ‘নতুন এক সরলতার অভিযাত্রা শুরু হলো। যা কেনা সম্ভব নয়। দালকয়ের ও মিথিলা পার্কারকে শুভেচ্ছা।’ ১০ আগস্ট মুক্তি পেতে যাওয়া আকর্ষ খুরার পরিচালনায় ‘কারণ’ ছবির পোস্টার তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, নিউরো অ্যান্ডওসিন টিউমারে আক্রান্ত ইরফান।