পুরুষের চোখের জলে কোনো লজ্জা নেইঃ টেন্ডুলকার
ই-বার্তা ডেস্ক।। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, পুরুষের চোখের জলে কোনো লজ্জা নেই।
তার কথায়, পুরুষের চোখের জল ফেলার মধ্যে কোনো লজ্জা নেই। তাই চোখের জল লুকোনোর দরকার নেই।
তিনি বলেন, একসময় আমিও ভাবতাম- কোনো পুরুষের চোখ দিয়ে জল পড়লে সে দুর্বল। কিন্তু পরে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করেছি, আমার এ ধারণা ভুল ছিল। ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার বলেন, নিজের যন্ত্রণা ও অসহায়তার প্রকাশ কখনও দুর্বলতা হতে পারে না। বরং সে জন্য অনেক সাহস লাগে।
এ প্রসঙ্গে জীবনের শেষ টেস্টে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের কান্নায় ভেঙে পড়ার কথা উল্লেখ করে শচীন বলেন, আবেগরুদ্ধ হয়ে সেদিন কেঁদে ফেললেও আজও পুরুষই রয়েছি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু