প্যারোলে মুক্তি নেবেন না বেগম জিয়া
ই-বার্তা ডেস্ক।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন না এবং একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী ৬ জন প্রার্থী শপথ নেবেন না।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নাই। তবে কি ধরণের আন্দোলন করা হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও বৈঠকে বলা হয় বাংলাদেশে যে ধরণের আন্দোলন হয় সেই রকমই আন্দোলন করতে হবে।
সূত্রটি জানায়, সামনের মাসে রমজান। এই কারণে এই দুই মাস জনসম্পৃক্ততা গড়ে তোলা হবে এবং ঈদের পরে লাগাতার আন্দোলনে যাওয়ার চিন্তা রয়েছে ২০ দলীয় জোটের।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ