প্রথম ও শেষ কথা হলো জয় প্রয়োজনঃ মাশরাফি
ই-বার্তা ডেস্ক।। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টনটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টায়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচ জয় খুব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি মাশরাফি বলেন, ‘প্রথম ও শেষ কথা হলো জয় প্রয়োজন। আমরা যদি আরো একটি ম্যাচ জিতে থাকতাম, তারপরও এই ম্যাচে জয় খুবই প্রয়োজন থাকতো। তাই জয়ের কোন বিকল্প কিছু নেই। শারীরিকভাবে সবাই ঠিক থাকার কথা। ছোট-ছোট ইনজুরি থাকবেই এটা স্বাভাবিক। বিশ্বকাপে ভালো করতে হলে এক জন, দু’জন নয়, সবারই দায়িত্ব নিয়ে খেলতে হবে। যতদূর সম্ভব দলের বেনিফিট হয়, সেটা লক্ষ্য রাখা দরকার অধিনায়ক হিসেবে। আমি সেটা চেষ্টা করেছি। আশা করি, এটা দলকে আরও বেশি উৎসাহী করবে। এই মুহূর্তে আমার কাছে মনে হয়, সকলের নিজের পারফরমেন্স নিয়ে ভাবা উচিত। এমন চিন্তা আসাটাই স্বাভাবিক।’
সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বললে তা মানতে নারাজ মাশরাফি। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সিরিজ হলে অন্যরকম পরিকল্পনা থাকে। তবে এ ধরনের টুর্নামেন্টে একেক দিন একেক দলের সাথে খেলতে হয়। তাই সেভাবে মাইন্ডসেট থাকে না। প্রত্যেক ম্যাচ শেষে অন্য দল নিয়ে চিন্তা করতে হয়। ওয়েস্ট ইন্ডিজ যেকোন দিনই প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। আমাদের সেটা মাথায় রাখতে হবে। আমাদের সেরাটাই খেলতে হবে। আগের ৯ ম্যাচের সাতটিতে জিতেছি, তার মানে এই না আমরা এখানে সহজেই জিতে যাবো। আমাদের ভালো খেলতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ ও অতীতের কথা চিন্তা করে স্পিন দিয়েই শুরুতে প্রতিপক্ষকে ঘায়েল করার ইঙ্গিত দিলেন মাশরাফি, ‘মিরাজের সাফল্যের সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডারে প্রথম দিকে পাঁচ জনের মধ্যে কিছু বাঁ-হাতি থাকছে। তাই তাদের অ্যাটাক করতে হলে অফ-স্পিন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য কোন পরিকল্পনা করা যায় কি-না, তাও আমরা ভাবছি। তবে যেভাবে আমরা আগে সাফল্য পেয়েছি, আমাদের সেভাবেই ফোকাস করা উচিত।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু