বিকালে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা
ই-বার্তা ডেস্ক।। আজ মঙ্গলবার বিকালে ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসছেন। ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে বলে ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছে। ঐক্যফ্রন্ট সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ ও নির্বাচন পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টিও নিয়েও আলোচনা হবে বৈঠকে। তবে এখনই কঠোর কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই তাদের।
অনুষ্ঠিত বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম