ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় দেখছেন আফ্রিদি
ই-বার্তা ডেস্ক।। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ বিকালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে দু’দলের ছয়বারের দেখায় একবারও জেতেনি পাকিস্তান। সম্প্রতি পারফরম্যান্সেও পাক দলের চেয়ে বেশ এগিয়ে টিম ইন্ডিয়া।
তবু এ মহারণে পাকিস্তানের জয়ের ব্যাপারে আশাবাদী দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তবে দলের ফিল্ডিং নিয়ে বেশ চিন্তিত তিনি। কারণ চলতি বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে খুব বাজে ফিল্ডিং করেছে পাকিস্তান।
আফ্রিদি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খুবই বাজে ফিল্ডিং করেছে পাকিস্তান। ফিল্ডিং খারাপ হলে ম্যাচে লড়াই করা কঠিন হয়ে যায়। তবে আশা করছি, ভারতের বিপক্ষে নিজেদের শতভাগ প্রস্তুত করেই মাঠে নামবে দল। ফিল্ডিংয়ে অন্য এক পাকিস্তানকে দেখব বলে আশা করি।
ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরশত্রুর যুদ্ধ শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। উভয় দলই জয় পেতে মরিয়া এ ম্যাচে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু