মোদির বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে না প্রিয়াংকাকে
ই-বার্তা ডেস্ক।। লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রার্থী না হওয়ায় সব সমীকরণ পাল্টে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারানসিতে প্রিয়াংকা গান্ধীর পরিবর্তে প্রার্থী হচ্ছেন আগের প্রার্থী অজয় রাই। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা দিয়েছে কংগ্রেস।
আজকে ঘোষণা আসার আগ পর্যন্তুও বারানসি থেকে প্রধানমন্ত্রী মোদির বিপরীতে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর নির্বাচনের জোর সম্ভাবনা ছিল। এমনকি আগামী ২৯ এপ্রিল তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলেও কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে। কিন্তু সব জল্পনা-কল্পনা সমাপ্তি হয়েছে কংগ্রসের এমন ঘোষণায়।
গত সপ্তাহে রাহুল গান্ধীর কাছে এ বিষয়ে জানতে চাইলে রাহুল বলেছিলেন, ‘আমি এই নিয়ে রহস্যটাই রেখে দেব। রহস্য সবসময় খারাপ জিনিস নয়।’
প্রিয়াংকা এত দিন বলেছিলেন, ‘দল যদি আমাকে চায়, তবেই বারানসি থেকে প্রার্থী হব।’ তবে বারানসি থেকে যে প্রিয়াংকা প্রার্থী হচ্ছেন না, বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে কংগ্রেস।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু