যুদ্ধ জেতার পর অনেকেই ভুলে যান, তার পাশে এতদিন ছিলেন কারাঃ ইরফান খান
ই-বার্তা ডেস্ক।। গত বছর অভিনেতা ইরফান খান ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। এই খবর পেয়েই উত্তাল হয়ে উঠেছিল গোটা বলিউড। ইরফানের অসুস্থতার খবর পেয়ে হতবাক হয়েছিলেন ভক্তরা। তিনি নিজেই টুইট করে গোটা বিশ্বকে জানিয়েছিলেন তার অসুস্থতার কথা।
এবার সুস্থ থাকার কথাই ট্যুইটারে শেয়ার করে ইরফান লিখলেন,তিনি এখন অনেকটাই সুস্থ। যুদ্ধ জেতার পর অনেকেই ভুলে যান, তার পাশে এতদিন ছিলেন কারা। সেই সময় কারা সাহায্য করেছিলেন। আমার এই দ্রুত বদলে যাওয়া জীবনে কিছুটা হলেও সময় দিতে চাই সেই সব মানুষদের, যারা এ সময় আমাকে ভালোবাসা দিয়েছেন আরও বেশি করে। তাদের জন্যই আমি আজ সুস্থ৷ তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আর এই জন্যই আমি দেশে ফিরেছি।’
ইরফান আরো লিখলেন, দেশে ফিরেই ব্যস্ত হচ্ছেন ‘হিন্দি মিডিয়াম ২’- শ্যুটিংয়ে।
ই-বার্তা/ মাহারুশ হাসান