রংপুরে জামায়েতের আমিরসহ ৬ জন গ্রেফতার
ই-বার্তা ডেস্ক।। রবিবার রাতে রংপুরে জামায়াতের সাবেক আমিরসহ জামায়াত-শিবিরের ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তাদের মহানগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রবাস থেকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট কাওছার আলী, ছাত্রাবাসের মালিক ও জামায়াত কর্মী সোহেল রানা লিমন, শিবিরকর্মী মেজবাহুল হক, শিবিরকর্মী কলেজ ছাত্র ইয়াহিয়া মাহমুদ, কুড়িগ্রাম ফুলবাড়ির জামায়াত কর্মী কলেজ ছাত্র তাজুল ইসলাম এবং জামায়াতকর্মী ও দিনাজপুর খানসামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহামুদুর রহমান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু