রণবীরের সঙ্গে কাজ করতে চান না শ্রদ্ধা
ই- বার্তা ডেস্ক।। পর পর মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুরের দুটি ছবি ‘সাহো’ এবং ‘ছিচোড়ে’। বক্স অফিসে দুটি ছবিই সফল।
বক্স অফিসে দীর্ঘদিন পর এমন সাফল্য শ্রদ্ধা কাপুরের কাছে এনে দিয়েছে একের পর এক ছবির প্রস্তাব।
সুত্র থেকে জানা গিয়েছিল, লাভ রঞ্জনের আগামী ছবিতে অজয় দেবগণ এবং রণবীর কাপুরের সঙ্গে তাকেও অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবির প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা কাপুর। কেন এমন করলেন তিনি?
বাতাসে জোর গুঞ্জন, নীতেশ তিওয়ারির ৬০০ কোটি টাকা বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন শ্রদ্ধা। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি রামায়ণের সীতা চরিত্রের প্রস্তাব এসেছে তার কাছে।
প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুরের শেষ ছবি ‘ছিচোড়ে’র পরিচালকও ছিলেন নীতেশ তিওয়ারি। তাই খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক অনেকটাই শক্ত।