রাজধানীতে প্রতারক চক্রের ৬ সদস্য আটক
ই-বার্তা ডেস্ক।। রাজধানীতে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার সময় প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছেন র্যাব সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ