রাজধানীতে ২১ কেজি গাঁজা ও এক হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ই- বার্তা ডেস্ক।। রাজধানীতে ২১ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা (উওর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- মো. আবু রহমত উল্লাহ শাহাদত (১৯) ও মো. সাদ্দাম হোসেন (২১ )। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি চটের বস্তা থেকে ২১ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহজাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা সংঘবদ্ধ পেশাদারী মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ব্রাহ্মণবাড়ীয়া ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলি।
তিনি আরও জানান, ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমানের নির্দেশনায় ও সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।