শব্দের থেকে ৮ গুণ দ্রুত ছুটবে রুশ মিসাইল ‘জিরকন’ !
মস্কোর ডিফেন্স কাউন্সিলের প্রধান ভিক্টর বন্দারেভ বলেছেন –
বর্তমানে ‘জিরকন’ নামের ওই ক্রুজ মিসাইল রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে।ওই মিসাইলের গতি শব্দের চেয়ে ৮ গুন বেশি। আমেরিকা ও চীনের সাথে অস্ত্র প্রতিযোগিতায় পাল্লা দিতে রাশিয়া তৈরি করেছে ওই মিসাইল।
রাশিয়ার পক্ষ থেকে এও জানানো হয়েছে, দীর্ঘ ২০ বছর ধরে তৈরি করা হয়েছে এই মিসাইল। এই মিসাইল ন্যাটো মিসাইল ইন্টারেসপ্টরকেও ধ্বংস করতে সক্ষম। গত বছরের জুন মাসের শেষের দিকে সফলভাবে পরীক্ষা করা হয় এই মিসাইল।
এটি প্রথম বারের মতো প্রকাশ্যে আনা হয় ১৯৯৫ সালে । রাশিয়ার যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল লঞ্চারে থাকবে এই মিসাইল। শত্রুপক্ষের জাহাজ নিধন করতে পারবে এই মিসাইল। এটি ৬ হাজার ১৩৮ মাইল প্রতি ঘণ্টা বেগে ৬৫০ মাইল যেতে পারবে।
ভিক্টর আরো জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে, বম্বার, ট্যাকটিক্যাল মিসাইল, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পরমাণু মিসাইল ইত্যাদি।
ইতিপূর্বে রাশিয়া জানিয়েছে হাইপারসনিক মিসাইলের লড়াইয়ে রাশিয়া সবসময় ১৫ বছর এগিয়ে থাকবে।
সুত্রঃ বিডি২৪লাইভ