সাতক্ষীরায় ৭২০ নকল স্বর্ণের পয়সাসহ আটক ২
ই-বার্তা ডেস্ক।। সাতক্ষীরার তালায় ৭২০টি নকল স্বর্ণের পয়সাসহ ২জন প্রতারককে আটক করেছে র্যাব-৬। আটককৃতরা হলো সাতক্ষীরা সদরের আজগর আলী সরদার (৪৫) ও খুলনার কয়রা উপজেলার তেঁতুলডাঙ্গা গ্রামের আনারুল সরদার (৪২)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে এএসপি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা বাজারে অবস্থান করছিল। এ সময় তারা জানতে পারেন যে, উপজেলার তৈলকূপী গ্রামের সাধুখা পাড়ার মোঃ শফিকুল ইসলামের বাড়ির সামনে কতিপয় ব্যক্তি তামার পয়সা সাদৃশ্য বস্তুকে স্বর্ণের পয়সা বলে ক্রয়-বিক্রয় করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে ৭২০টি নকল স্বর্ণের পয়সা, ২টি মোবাইল ফোন এবং ৩টি সিমকার্ড পাওয়া যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু