সালমান খানকে হত্যার হুমকি
ই-বার্তা ।। পুলিশ হেফাজতে থেকেই বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনই। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে তিনি এই হুমকি দেন বলে আইএএনএসের বরাত দিয়ে জানিয়েছে খালিজ টাইমস।
কেন হত্যা করতে চান? এ বিষয়ে কিছু না জানালেও বিশনই বলেন, পুলিশ আমাকে সুযোগ দিলে আমি সালমান খানকে হত্যা করতে চাই।
রাজস্থানের বিশনই সম্প্রদায়ের কাছে পূজনীয় ব্ল্যাকবাক হরিণ। এই হরিণ শিকারের কারণেই সালমানকে তিনি এ হুমকি দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।
হত্যা মামলার শুনানি শেষে যোধপুরের একটি আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ হুমকি দিয়ে বলেন, এই যোধপুরেই খতম করে দেবে সালমান খানকে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যাপার না, তবে এখনই জেল পালানোর ইচ্ছে নেই।
পুলিশ জানিয়েছে, তারা এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। এ হুমকির কারণে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।