স্বাধীনতা দিবসে চালু হচ্ছে ধানমন্ডি-আজিমপুর চক্রাকার বাস সার্ভিস
ই-বার্তা ডেস্ক ।। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে ধানমন্ডি-সায়েন্সল্যাব- নিউমার্কেট-আজিমপুর রুটে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সভাকক্ষে বুধবার (২০ মার্চ) সাঈদ খোকনের সভাপতিত্বে বাস রুট রেশনালাইজেশন কল্পে গঠিত কমিটির চতুর্থ সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।
জানা যায়, চক্রাকার এ বাস সার্ভিসটিতে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে। এতে ৩৬টি স্পট করে দেওয়া হবে। এসব স্পটে বাসগুলো এসে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এ থেকে সামান্য সময় অপেক্ষা করে যাত্রী নিয়ে চলে যাবে। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। এ এলাকায় অন্যবাস চলবে না।
সাঈদ খোকন বলেন, বাস রুট রেশনালাইজেশনের জন্য আমাদের দুই বছর সময় লাগবে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা দুই তিন মাস ঠিকমতো কাজ করতে পারিনি। আমরা সেই সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।
এছাড়াও নতুন বাস আমদানির কারণে পুরান বাসগুলোকে কী করা হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘কমিটির সব সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উক্ত সভায় প্রধানমন্ত্রীর দফতরের মুখ্য সমন্বয়ক আবুল কালাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ই-বার্তা / শাহাদাত ছৈয়াল